কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রোববার (১৫ মার্চ) সকাল ১০ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ শান্ত পরিবেশে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ১৪ শ ৩১ ভোটারের মধ্যে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। একজন ভোটার এক সাথে ৪ জন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের নিয়ম অনুযায়ী এদের মধ্যে শাহ্ আলম হরিণ প্রতীক নিয়ে ৭৪৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। আনোয়ার পারভেজ খান ফুটবল প্রতীক নিয়ে ৭২২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। জুয়েল মিয়া দোয়াত কলম প্রতীক নিয়ে ৬৯৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন এবং খোর্শেদ আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে ৬৫৫ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন শহীদ আনারস প্রতীকে পেয়েছেন ৫৬৭ ভোট ও মোঃ মাহমুদুল হাসান মোরগ প্রতীকে পেয়েছেন ৫৩০ ভোট।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোছা: শিউলী আক্তার বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ১৭ জন দাতা ভোটারের মধ্যে দাতা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন ২ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১২ জন ভোটার। এতে ৭ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ ময়েজ উদ্দিন খান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ এইচ এম নজরুল ইসলাম পান ৫ ভোট।

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহম্মেদ ও কাউসারুজ্জামান।

প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

অভিভাবক, এলাকাবাসী, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সার্বিক সহযোগীতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমান বাদল ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন লিটন সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.