শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে ললিতা রাণী বর্মণ (৮০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে যানা যায়। ললিতা রাণী বর্মণ উপজেলার আলীরচর গ্রামের মৃত বীরেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী।
সোমবার সকাল ১০টার দিকে কুলিয়ারচর রেল স্টেশনের দক্ষিণ দিকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজ সংলগ্ন ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের নীচে ঝাপ দেয় ওই বৃদ্ধা। পরে স্থানীয়রা এক হাত বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর আঘাত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যায় ওই বৃদ্ধার মরদেহ স্থানীয় চিতাশালে দাহ করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।