“প্রবাসী ঐক্য বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রবাসীদের উদ্যোগে নব-গঠিত সামাজিক সংগঠন “গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন” এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে “গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুজ্জামান (জামান) এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মশিউর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহান, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকন, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (সুমন) ও সাংগঠনিক সম্পাদক মো. রেনু মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের ১৩ টি হেফজখানার প্রায় ৮০ জন গরীব ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ১ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান, ২টি ভূমিহীন পরিবারকে আর্থিক সহয়তা প্রদান, নতুন ১টি মসজিদ নির্মাণে সহয়তা প্রদান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ইয়াছির মিয়া সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়।