কুলিয়ারচরে এক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬৯নং দক্ষিণ আব্দুল্লাপুর আফতাব উদ্দিন ভূইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নির্মাণ কাজে বাঁধা দিয়ে রাস্তার মধ্যে খুঁটি স্থাপন ও গাছ লাগানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়েছে।

গত বুধবার (১জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ আব্দুল্লাহপুর গ্রামের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অচিরেই রাস্তার মধ্য থেকে খুঁটি ও গাছ অপসারণসহ রাস্তা নির্মাণ করার সু-ব্যবস্থা করিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন বক্তারা।

এ সময় উপজেলার পূর্ব আব্দুল্লাপুর গ্রামের মৃত গোলাপ ভূইয়ার ছেলে স্থানীয় ৬৯নং দক্ষিণ আব্দুল্লাপুর আফতাব উদ্দিন ভূইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আজিজুর রহমান ভূইয়া (মজনু) সহ একাধিক ব্যক্তি বলেন, প্রায় ৬ মাস আগে সরকারী টেন্ডারের মাধ্যেমে জাফরাবাদ-ডুমরাকান্দা রাস্তা হইতে ৬৯নং দক্ষিণ আব্দুল্লাপুর আফতাব উদ্দিন ভূইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংযোগ কাচা রাস্তাটি পাকা করণে নির্মাণের অনুমোদন হয়। নিয়ম অনুযায়ী প্রায় ৪মাস পূর্বে ঠিকাদার রাস্তা নির্মাণ কাজ করতে নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখলে স্থানীয় মোজরাই গ্রামের মৃত বাবর আলীর পুত্র রমজান আলী (৫৫) তার ছেলে পুলিশ সদস্য মোঃ জাকির হোসেন (৩০) এর ক্ষমতা দেখিয়ে অন্য ছেলে হৃদয় (২২), ভাতিজা মাখন (৩০) ও মনির (৩৫) সহ ১০/১৫ জন লোক মিলে রাস্তার কাজে বাঁধা সৃষ্টি করে আসছে।

এ সংবাদ পেয়ে প্রায় ২০ দিন আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ জিল্লুর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আলাল উদ্দিন, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বক্কর ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে পৃথক পৃথক ভাবে ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণে বাঁধাদানকারীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে রাস্তা নির্মাণে সহযোগীতা করার অনুরোধ করেন।

গত ২৯ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা সহকারী প্রকৌশলী আহম্মদ আলীর নেতৃত্বে ঠিকাদার শ্রমিক নিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করতে গেলে বাঁধাদানকারীরা পূনরাই মারমূখী হয়ে নির্মাণ কাজে বাঁধা দিয়ে তাৎক্ষনিক রাস্তার মধ্য দিয়ে গাছ রোপনসহ খুঁটি স্থাপন করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি বন্ধ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে করে শিক্ষার্থীসহ এলাকার লোকজনের যাতায়াতের বিঘ্ন ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.