শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুয়ার রাজা নামে পরিচিত কাজল মিয়া নামে এক পেশাদার জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃত কাজল মিয়ার বাড়ি উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে কাজল মিয়াকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়ারীরা দৌঁড়ে পালিয়ে যায়।
এলাকার একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় ওই জুয়ার আসর পরিচালনা করে আসছে জুয়ারী কাজল মিয়া।
ওই এলাকার একাধিক লোক মুঠোফোনে সাংবাদিকদের বলেন, কাজল মিয়া দীর্ঘদিন যাবৎ নলবাইদ গ্রামের বিভিন্ন ঝাঁড় জঙ্গল সহ বিভিন্ন বাগানে জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা পরিচালনা করে আসছে। যে কারনে এলাকায় বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার এক জুয়ারীকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।