শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৮মার্চ) সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাটাখালী সুইস গেট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় ফরিদপুর গ্রামের মৃত আলী আকবর মোল্লার পুত্র মোঃ আহসান হাবিব ওরফে বাদল মাস্টারের নির্জন জঙ্গল থেকে ব্যাগের ভিতরে কাপড়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে কুলিয়ারচর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার একটু আগে এখানে সাদা একটি প্লাস্টিকের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগটি খুলে এর ভিতরে আরেকটি পলিথিনে কালো কাপড়ে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পেয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই তালুকদারকে জানান।
সংবাদ পেয়ে ওসি আব্দুল হাই তালুকদার তাৎক্ষণিক থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নয়ন মিয়া ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। দুই এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে কুলিয়ারচর থানায় নিয়ে যায়।
নবজাতকের লাশটি দেখে পুলিশ ও উপস্থিত এলাকাবাসী ধারণা করছে এটা গর্ভে ৬-৭ মাসের সন্তান হবে এবং অবৈধ গর্ভপাত হতে পারে।