কিশোরগঞ্জের কুলিয়ারচরে একাধিক ধর্ষণ ও গণধর্ষণসহ সারাদেশে প্রতিনিয়ত ধর্ষণ ও গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় “সুন্দর সমাজ চাই, অপরাধীর ফাঁসি চাই” এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানী ও পশুরমতো মানুষ হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন সহ বিক্ষোভ করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে স্থানীয় ছাত্র সমাজসহ এলাকার সকল শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, কুলিয়ারচর সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, নিয়মিত গণধর্ষন ও ধর্ষণের ঘটনায় আমরা এখন আতঙ্কিত। আমরা চাই অবিলম্বে কুলিয়ারচরসহ দেশে ঘটে যাওয়া গণধর্ষণ, ধর্ষণ, শিশু ধর্ষণ, ছাত্রী ধর্ষণ, নারী নির্যাতনসহ পশুর মতো মানুষ হত্যার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার হোক। তা না হলে দেশে খুন ও ধর্ষণ মহামারী আকার ধারণ করবে।