কিশোরগঞ্জের কুলিয়ারচরে একাধিকবার এক শিক্ষকের সেচ পাম্প চুরি ও সেচঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত. হোসেন আলীর পুত্র ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন (৫৮) অভিযোগ করে বলেন, এক শ্রেণির মাদকাসক্ত যুবক দীর্ঘদিন যাবৎ ধরে তাদের সেচ প্রকল্পের ঘরে অবৈধ কর্মকান্ডসহ মাদক সেবন করে আসায় তাদের বাধাঁ নিষেধ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসাবসত গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তাদের সেচ প্রকল্প থেকে সেচ পাম্পটি চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এতেই ক্ষ্যান্ত হয়নি তারা সেচ পাম্প ঘরে আগুন ধরিয়ে দেয় এবং জয়নাল আবেদীনের জমিতে রোপিত বোরো ধানের চারা তুলে নষ্ট করাসহ কলাগাছ কেটে ফেলে তারা। এর আগে গত ২ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দূর্বৃত্তরা ওই সেচ প্রকল্প থেকে সেচ পাম্প চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরী করে পূনরায় উক্ত স্থানে নতুন করে সেচ পাম্প স্থাপন করার পর গত বৃহস্পতিবার পূনরায় পাম্পটি চুরি হয়। এতে করে কৃষকদের জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে আবাদি জমির ব্যাপক ক্ষতি হওয়ার মূখে পরে। এসব মাদকাসক্তদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। তাদের নাম জানা থাকলেও জয়নাল আবেদীন তাদের নাম বলতে সাহস পাননি। কারণ প্রতিনিয়ত তাদের হুমকি ধুমকির ভয়ে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এলাকার কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের কাছে নির্যাতিত হচ্ছে তারা। এব্যাপারে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে আজ শুক্রবার ১২ ফেব্রুয়ারি বিকালে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।