কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবা ট্যাবলেটসহ বোরহান উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২৪ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদের নির্দেশে থানার এস আই মো. মাসুদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বোরহান উদ্দিনকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামের কুড়েরপাড় বায়তুন নূর জামে মসজিদের পাশের সড়ক থেকে আটক করে শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে । ওই মাদক ব্যবসায়ী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নলাবাইদ গ্রামের মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, আটককৃত বোরহান উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু (মামলার নং ১০) করে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, আমি এ থানায় যোগদান করার পর থেকে কুলিয়ারচর উপজেলা থেকে মাদক নির্মূল করার অঙ্গীকার করে আসছি । এরই অংশ হিসেবে এ ধরনের অভিযান কঠোর ভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।