কিশোরগঞ্জের কুলিয়ারচরে বে-সরকারি শিক্ষা ও সেবামূলক সংগঠন কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদ - এর উদ্যোগে সারাদেশে গণধর্ষণ, ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে আলোক প্রজ্জ্বলন করেছে। গণধর্ষণ, ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের মতো জগন্য অপরাধের কারণে সমাজে যে আধার নেমে এসেছে তা দূরীভূত করার লক্ষে ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুলিয়ারচর পৌর শহরের শহীদ সেলিম স্মৃতি সংসদ এর সামনে রাস্তায় দাঁড়িয়ে আলোক প্রজ্জলনের মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচী পালন করেছে সংগঠনটি। এ সময় কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্ঠা ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালের নেতৃত্বে আলোক প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন, কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. নাঈম মিয়া, সাধারণ সম্পাদক নাজির হাসান সাইফ, কুলিয়ারচর বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি রুবেল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন সহ কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ।