প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে সরকারী নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এমন সময় সরকারের পাশাপাশি ভৈরবের আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মোঃ ফজলুর রহমান কর্মহীনদের পাশে দাড়িয়েছে। এরই অংশ হিসেবে বিশিষ্ট দানবীর মোঃ ফজলুর রহমানের স্ত্রী আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর পরিচালক নিলা বেগমের সার্বিক তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১০ এপ্রিল) সারাদিন ব্যাপী তার গ্রামের বাড়ী কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীনদের বাড়ী বাড়ী গিয়ে সাড়ে ১২ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তার ভাই মোঃ আমান উল্লাহ ও ফরিদপুর মাজার শরীফ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ তারেক আজিজ খান ইকবাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান জিলন, স্থানীয় সমাজসেবক সাধক মোঃ আজিজুল হক মাসুদ শাহ্ ও আল আমিন ভূইয়া টেংকু প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাউল, এক কেজি করে ডাল, এক কেজি করে পেয়াজ ও এক লিটার করে সোয়াবিন তেল। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে অত্র অঞ্চলের প্রখ্যাত অাল্লাহ্’র ওলী হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর এর মাজার শরীফে ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।