
প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে।সারা বিশ্বের ন্যায় এ দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর কোভিড-১৯ করোনা ভাইরাস। ভয়ংকর এই ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। দীর্ঘ এই ছুটির কারণে দেশের সাধারন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে এখন ঘরবন্ধি হয়ে কর্মহীন হয়ে পরেছে । খাবার সংকটে দিশেহারা কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, আলম গ্রুপের চেয়ারম্যান মোঃ শরীফুল আলম (সিআইপি) সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে অালম গ্রুপের পক্ষ থেকে তার নিজ জন্মভূমি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় অারো ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (৮মে) ও শনিবার (৯মে) দুই দিন যাবৎ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ হাজার কর্মহীন পরিবারেব ঘরে ঘরে দ্বিতীয় বারের মত এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কর্মহীন প্রতি পরিবারের জন্য ৫ কেজি করে চাল, ২ কেজি করে অালু, ১ কেজি করে ডাল ও ১ কেজি করে পেয়াজ। এর আগে তিনি করোনা ভাইরাস সংক্রমন শুরু হওয়ার সাথে সাথে তার নিজ এলাকা ভৈরব-কুলিয়ারচরে সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী মানুষের হাত ধোয়ার জন্য ১০০ কাটুন ১নং পঁচা সাবান, কয়েক হাজার মাস্ক বিতরণ করেছেন। হাত ধুয়ার ব্যবস্থাসহ জীবাণু মুক্ত করতে রাস্তায় জীবাণু নাশক স্প্রে করেছেন। একই সঙ্গে পেশাগতভাবে দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষা করার জন্য ভৈরব – কুলিয়ারচর উপজেলার সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল মঙ্গলবার দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ভৈরব- কুলিয়ারচর উপজেলার প্রায় ৮ হাজার অসহায় কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ২ কেজি করে অালু, এক কেজি করে ডাল, অাধা লিটার করে সোয়াবিন তেল ও একটি করে সাবান দিয়েছেন। এ ব্যাপারে বিএনপি নেতা মোঃ শরীফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস এখন সারা বিশ্বব্যাপী মহামারি অাকারে ছড়িয়ে পড়েছে। অামাদের দেশেও অাস্তে আস্তে বিস্তার লাভ করছে। এ সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে অামাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনকি যার যার অবস্হানে থেকে সাধ্য অনু্যায়ী সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি অরো বলেন, আমরা সব সময় চেষ্টা করি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে, কারণ অামরা মানুষকে ভালবাসি মানুষের জন্য রাজনীতি করি। কাজেই যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে অামরা ভৈরব-কুলিয়ারচরবাসীর পাশে ছিলাম, এবং আজও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।