কুলিয়ারচরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ.এল.আর.ডি এর সহায়তায় চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র উদ্যোগে কুলিয়ারচর প্রেসক্লাব এর সামনে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা’র নেতৃত্বে একটি র‌্যালি বের করে শহরের গুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূণরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। র‌্যালিতে জেলা পরিষদের সদস্য সৈয়দা নাসিমা আক্তার চায়না, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার (পা:লা:) এর সাধারণ সম্পাদক অনিল চন্দ্র সাহা, স্থানীয় এনজিও চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভপতি শেখ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম অফিসার মোঃ নাঈমুজ্জমান নাঈম, রুবেল দেবনাথ, ইশতিয়াক আহম্মেদ রুমান, বি.এন.এফ এর কম্পিউটার প্রশিক্ষক তানভীর আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

পরে প্রেসক্লাব হলরুমে স্থানীয় এনজিও চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভপতি শেখ জহির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.