কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সংকট কালে তথ্য পেলে জগণের মুক্তি মেলে” এ স্লোগান ও “তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নিখিল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা জাইকা সমন্বয়কারী রুজি পারভীন, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলী আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যাপক মো. রফিকুল বাহার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো.আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, থানার এস আই মো. এমদাদুল হক, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো.নাঈমুজ্জামান নাঈম, মুহাম্মদ কাইয়ুম হাসান, মো.আনোয়ারুল হক আমান ও আলি হায়দার শাহিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী তথ্য অধিকার আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে তাঁর সু-স্বাস্থ্য কামনায় প্রতিটি মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। অপর দিকে কুলিয়ারচর ইমাম ও উলামা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে তাঁর সু-স্বাস্থ্য কামনায় পৃথক পৃথক ভাবে উপজেলার প্রতিটি মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।