শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭মার্চ) দুপুরে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, মোঃ গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, গোবরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবুবক্কর, কুলিয়ারচর বাজার পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়ব ইমতিয়াজ বিন মুছা জিসান বলেন, ভৈরব - কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ভাইয়ের অনুপ্রেরনায় কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বাষিকী বিশাল জমজমাট আয়োজনে পালন করা হবে।