কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহানএর ৬২ তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সংযোগ প্রয়াাত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর পূর্বপাশে একটি হোটেলে জাকজমকপূর্ণ ভাবে কেক কেটে তার ৬২তম জন্মদিন পালন করা হয়। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সালাহ উদ্দিন খান শাহজাহানের জন্মদিনে তার আগামী সুন্দর দিন ও সু-স্বাস্থ্য কামনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।