পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) দুপুরে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, উপজেলা জাইকা প্রতিনিধি রুজি পারভীন, ইউপি ৫নং ওয়ার্ড সদস্য মো. জাহাঙ্গীর আলম, দশকাহুনিয়া আশ্রয়ণ প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমির চাঁন, সমাজ সেবক মো. মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ও ডাল।