
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ অপরাধ নির্মূলে নতুন নতুন উদ্যোগ হাতে নিয়েছেন উল্লেখ করে সকলের সহযোগীতা চেয়ে বলেন, কুলিয়ারচর থেকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষে আপনাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ ও অপরাধীদের আইনের আশ্রয়ে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কুলিয়ারচর থানা পুলিশ নব উদ্যমে কাজ শুরু করেছে। তিনি বিবেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এমন দাবী করে আরো বলেন, সকলের ঐকান্তিক সহযোগীতায় কুলিয়ারচর থানা এলাকাকে মাদকমুক্ত করতে চাই । মাদক বিক্রেতা, মাদক সেবনকারীসহ যে কোন অপরাধের সাথে জড়িত অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন।অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন সঠিক তথ্য ও প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে ইনশাআল্লাহ। তবে কাউকে হয়রানী করা, শত্রুতা হাসিল করার জন্য দয়া করে মিথ্যা তথ্য না দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করেন তিনি । তথ্য দাতার নাম,পরিচয় গোপন রাখা অঙ্গীকার করে তিনি আরো বলেন, সঠিক তথ্য দিন, দ্রুত সেবা নিন।