মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিবেদক :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভূক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেকটি মোদির দোকানে পন্য বিক্রয়ের বাজার দর মতে মূল্য তালিকা টানিয়ে রাখার নিয়ম থাকলেও নিয়ম না মানার অপরাধে বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকালে উপজেলার ডুমরাকান্দা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় দোকানে পন্যের বাজার দর তালিকা প্রদর্শন না করার অপরাধে "নারায়ণ স্টোর" এর সত্বাধিকারী নারায়ণ চন্দ্র দাসকে নগদ ১০ হাজার টাকা, "আতিক স্টোর" এর সত্বাধিকারী মোঃ আতিকুর রহমানকে নগদ ১০ হাজার টাকা ও "অমৃত মিষ্টান্ন ভান্ডা" এর সত্বাধিকারী বাবু অমৃত মোদককে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ কামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের ফেশকার মোঃ বিল্লাল হোসেন, কুলিয়ারচর থানার এসআই মোঃ আজহারুল হক, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ আনোয়ারুল হক আমান ও মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ পুলিশ ফোর্স ।