মধ্যপ্রাচ্যে অবস্থান করা চট্টগ্রাম বিভাগের প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ৩০ অক্টোবর থেকে কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামের পর চট্টগ্রাম-কুয়েত হবে এক লাভজনক রুট। কারণ চট্টগ্রাম বিভাগের অনেক লোক মধ্যপ্রাচ্যে বসবাস করেন।
সন্দ্বীপের কুয়েত প্রবাসী আমিনুল ইসলাম জাগো নিউজ বলেন, আমরা সন্দ্বীপেরই অর্ধ লক্ষ লোক কুয়েতে থাকি। কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট না থাকায় আমাদের ঢাকা হয়ে বাড়ি ফিরতে হয়। কুয়েত থেকে ঢাকা আসতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় লেগে যায় ঢাকা থেকে সন্দ্বীপ আসতে। চট্টগ্রাম কুয়েত রুটে ফ্লাইট চালুর বিষয়টি ছিল আমাদের অনেক দিনের দাবি।
বিভিন্ন সময় কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা তাদের দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। এ মাসে ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, সপ্তাহে একদিন বুধবার কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চলবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।