বিল্লাল মোল্লা স্টাফ রিপোর্টার তিতাস,আসন্ন ২১ শে অক্টোবর অনুষ্ঠিতব্য কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী হিসেবে চুরান্ত ভাবে ঘোষনা করেছেন সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকারকে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়ার পরিচালনায় উপজেলার গাজীপুরস্থ ড.খন্দকার মোশারফ হোসেন এর বাসভবন তিতাস নিবাসে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের যৌথ সভায় সাদেক হোসেন সরকারকে মনোনীত করা হয়। সাদেক হোসেন সরকার দুুই দু’বার কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।