মোঃবিল্লাল মোল্লা তিতাসঃ কুমিল্লা তিতাস উপজেলা চাঁন নাগের চর জসিম ভূঁইয়ার বাড়ির পূর্ব পাশে কলা গাছের ঝোপের ভিতর শিবপুর গ্রামের মোঃ ইউসুফ আলী সরকারের ছেলে মোঃ আলাউদ্দিন সরকার(৩৫)এর মৃতদেহ উদ্ধার করে তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসূদন দত্ত।এ বাপারে মৃতের বড় ভাই মোঃদেলোয়ার সাংবাদিকদের বলেন আমার ছোটভাই একজন গান প্রিয় মানুষ ছিল প্রায় সময় বিভিন্ন জায়গায় রাত্রে গান শুনতে যায় এবং সে একজন দিনমজুর আমার জানামতে তার কোন শত্রু নেই। পূর্বের ন্যায় গতরাত সন্ধায় আমার ভাই বাড়ি থেকে বের হয়, রাতের বেলায় আমরা তেমন বুঝতে পারেনি কিন্তু সকালবেলা লোকমুখে শুনতে পাই চাঁন নাগেরচর জসিম ভূইয়ার বাড়ির পূর্ব পাশে কলা গাছের ঝোপের ভেতর একটি মরদেহ পড়ে আছে, আমরা গিয়ে দেখতে পাই মরদেহটি আমার ছোট ভাই। তবে কিভাবে মারা গিয়েছে তা আমরা জানি না। এ ব্যাপারে তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসূদন দত্ত বলেন সকাল বেলা আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসি। প্রাথমিক আলামতে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বুঝা যাচ্ছেনা। তবে লাঁশের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারি জানা যাবে।