পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের যখন প্রতিনিই দুর্বিষহ উঠছে জীবন তখন আমাদের দেশের এর প্রকোপ দিন দিন বাড়ছে আশঙ্কাজনকভাবে। এতে করোনা বিস্তার রোধে সরকার দেশবাসীকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। ফলে মানুষ নিত্য পণ্যের সংকটে পড়ায় এগিয়ে এসেছে পুলিশ। আর এই সংকট থেকে মুক্তি দিতে গতকাল সোমবার কুমিল্লা জেলা পুলিশ ১৮টি থানা এলাকায় সাশ্রয়ী মুল্যে নিত্য পন্যের ভ্রাম্যমান দোকান চালু করেছে। জেলার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি এলাকাধীন ময়নামতি ওয়েট স্কেল সংলগ্নস্থানে বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম এসময় উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর ফাঁড়ি এলাকাধীন ওয়েট স্কেল এলাকায় আপনার পুলিশ ,আপনার দরজায় এই স্লোগান নিয়ে সাশ্রয়ী মুল্যে নিত্যপণ্যের দোকান এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ ।
এসময় পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত জনতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমার আহবান,বিনীত অনুরোধ রাস্তায় বা বাইরে বের হবেন না। যে যেখানে আছেন সেখানে অবস্থান করুন। প্রয়োজন হলে পুলিশকে কল করুন পুলিশ আপনার ঘওে সেবা দিতে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, ব্যবসায়ী সমিতির সহযোগীতায় আমরা ১৮টি থানা এলাকায় ১৮টি ভ্রাম্যমান দোকান চালু করেছি। যেখানে বাজার থেকে ১০% বা ২০% কমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
এছাড়া পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম সদর দক্ষিন উপজেলার বিজয়পুর, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে ভ্রাম্যমান নিত্যপণ্যের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। এ সময় একযোগে পুরো ১৮ টি থানায় এ কার্যক্রম শুরু হয়। তিনি আরো জানান, করোনা সংক্রমনের পুরোটা সময় পুলিশের এ কার্যক্রম অব্যহত থাকবে।
সদর দক্ষিনে পুলিশের ভ্রাম্যমান দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলার চেয়ারম্যান গোলাম সারোয়ার। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো:আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ছাড়াও ময়নামতিতে ভ্রাম্যমান দোকান উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বিপিএম, (তদন্ত) মোহাম্মদ মাসুদ খান ,দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ লালন হায়দার , মুক্তিযোদ্ধা ফজর এসআই নন্দন চন্দ্র সরকার, এনামুল হক, জিয়াউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।