প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২০, ১০:১৫ পি.এম
কুমিল্লা জেলার তিতাস উপজেলার প্রবাসী দুই সহোদরের উদ্যোগে ৬ শত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৪এপ্রিল মঙ্গলবার দুপুরে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের স্বরসতীর চর গ্রামের আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. মিজানুর রহমান ও তার ছোট ভাই মশিউর রহমান সুমনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল,আলু,ডাল,তেল,পেয়াজ ও লবন।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসাইন সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া,সাতানি ইউপি চেয়ারম্যান মো.সাসুল হক সরকার। মো. মিজানুর রহমান বলেন করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়াতে পেরে শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামীনের নিকট।
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদস সদস্য সেলিমা আহমাদ মেরীর ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসাইন সরকারের নির্দেশক্রমে আমরা দুই ভাই এই উদ্যোগ নিয়েছি এবং ৬শত কর্মহীন পরিবারে মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করি।
dainikajkermeghna.com