কুমিল্লায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৬ জনের মধ্যে বরুড়ার একজন করোনা ভাইরাসে আক্রান হয়েছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিশাত সুলতা বলেন, বরুড়া থানার পুলিশের এস আই বিকাশ করোনা ভাইরাসে আক্রান্ত। গত (২৫ এপ্রিল) করোনা উপসর্গ নিয়ে হসপিটালে আসেন, নমুনা সংগ্রহ করা হয়। আজ ২৯ এপ্রিল রির্পোট পজেটিভ আসে। তিনি এখন আইসোলেশনে আছেন।
এই বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী আফিসার বলেন, যিনি আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা আজ সংগ্রহ করা হবে। ফলাফল না আসা পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
এ নিয়ে বরুড়া উপজেলায় ৩জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।