বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সূচনা. টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এ প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। বাদল রিয়াজ জানান, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যের মতো একটি গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব নেতারা আমার উপর যে অর্পন করেছেন তা নিজের নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা, সততা ও জীবন দিয়ে হলেও রক্ষা করে যাবো। পাশাপাশি আমি জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে, কৃষক লীগ কুমিল্লা উত্তর জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাদল রিয়াজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।