কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল-এর করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এড. টুটুল গত ২৩ মে নমুনা টেস্ট করেন। আজ ফলাফল পজেটিভ আসে। করোনা মোকাবেলায় একজন সম্মুখ যোদ্ধা হিসেবে এড. টুটুল ছিলেন প্রচন্ড সাহসী ও খুবই আন্তরিক একজন জনপ্রতিনিধি। গত দুইমাস যাবত করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়ানোর সহজাত প্রচেষ্টা ছিল তার। এাণ কার্যক্রম সমন্বয়ে দিনরাত চষে বেড়িয়েছেন সদর উপজেলার প্রতিটি জনপদে। বিপন্ন মানবতার কল্যাণে নিরন্তর ছুটে চলা এ মানুষটি আজ নিজেই করোনায় আক্রান্ত।
এড. আমিনুল ইসলাম টুটুল
তাঁর ফেসবুক একাউন্টে লিখেন-
আসসালামু আলাইকুম,
আপনাদের সকলের অবগতি
ও দোয়া কামনায় জানাচ্ছি যে
গত শনিবার (২৩/০৫/২০২০)
অফিস থেকে অন্যান্যদের সাথে
“করোনা” টেস্ট করার জন্য আমারও
নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ
আজ এর “পজেটিভ” ফলাফল পাই
———————————————–
নমুনা দেয়ার পর থেকেই আমি নিজকে
আইসোলেটেড করে রেখেছি
ঈদের নামাজ পড়তেও বের হইনি
ঈদের দিনেও একা রুমে আবদ্ধ ছিলাম
এখনো আছি
গতকালের আগে হাল্কা জ্বর ছিল
আজ দুদিন জ্বরও নাই
হাল্কা কফ/কাশি ছাড়া আর কোনো
সমস্যা বোধ করছিনা
ডাক্তারের পরামর্শ মত চলছি
গত চার/পাঁচ দিন
সকলের দোয়া প্রার্থনা করছি….