রহমত খন্দকার পলাশ:
কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মহিলাসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় মো. শাহিন আলম নামের এক ব্যাক্তি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলো।
এসময় মোটরসাইকেল যোগে ডাকাত চক্রের ৩সদস্য ওই ব্যাক্তির উপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ধরে সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ওই ব্যাক্তির শোরচিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কের টহলরত হাইওয়ে পুলিশ তাদের ধাওয়া করে ৩জন ডাকাতকে আটক করে।
পরে খবর পেয়ে তাদের উদ্ধারে মাইক্রোবাস যোগে আরও ৮জন ডাকাত পুলিশের উপর আক্রোমন চালানোর চেষ্টা করলে পরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ১জন মহিলাসহ ওই ৮জন ডাকাতকে গ্রেফতার করে। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি আরও জানান, এবিষয়ে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার প্রস্তুতি চলছে।