কুমিল্লায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ আল পায়েল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল পায়েল জেলার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির হাবিলদার শাহআলমের নের্তৃত্বে অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
https://youtu.be/fhXjpgXoXrw
ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: