কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের নারায়ণপুর দক্ষিন পাড়ার
(মৃত বজলু মেম্বারের বাড়ির) মুদি দোকানদার জাকির হোসেনের বড় মেয়ে মীম আক্তার(০৯) বড় ছেলে মোঃ সাব্বির রহমান (০৭) পানিতে ডুবে করুন মৃত্যু ঘটেছে। মৃত মীম আক্তার ও সাব্বির রহমান আপন দুই ভাই বোন।
বুধবার( ১লা মে) দুপুরে মামুন মেম্বার বাড়ি সংলগ্ন পাটোয়ারীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে (ইন্না……. রাজিউন)।
সরেজমিনে জানা যায়,বুধবার দুপুরে দীর্ঘক্ষণ অতিক্রম হওয়ার পরও ছেলে ও মেয়ের কোন খোঁজ না পেয়ে তাদের মা বেশ চিন্তিত হয়ে খোঁজতে গিয়ে দেখে ছেলের মৃত লাঁশ ভেসে ওঠেছে।
তারপর তাদের মায়ের আহাজারি শুনে গ্রামের লোকজন ছুটে আসে। বড় মেয়ে মীম আক্তারের মৃত দেহ জাল দিয়ে পুকুর থেকে উদ্ধার করে।
এ সসময় কান্নার আহাজারিতে নারায়ণপুর গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।