চান্দিনা ও নিমসারের মাঝামাঝি লাকসামের তিশা বাস রাস্তার মাঝে উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িচংয়ের কোরপাইয় এলাকার সাহাদাত জুট মিলের কাছে এ দর্ঘটনা ঘটে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মামুন জানান,ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুত গতির কারনে দূর্ঘটনায় পতিত হয়। তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং বাসের অধিকাংশ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতেল পাঠাই।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান জানান,আমরা আহতদের উদ্ধার করে ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। গুরুত্বর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।