কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩-তম মৃত্যবার্ষিকী পালিত

বাংলাদেশ দাউদকান্দি উপজেলা

 

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যবার্ষিকী পালিত।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অবস্থিত চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, শিল্পকলা একাডেমী, জেলা কালচারাল কমপ্লেক্স, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনসমূহ।

পরে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাকংন, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও কবি নজরুলের জীবনকর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম,বিপিএম(বার)।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি পিয়াস মজিদ। অনুষ্ঠানে পরিচালনা করেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক আল আমিন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.