প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসে (কোভিড-১৯) কুমিল্লায় নতুন করে আরও নয়জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার ১৪ (এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুজন, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাক্ষ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় একজন করে রয়েছেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলায় সাতজন এ ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জনে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।