কুমিল্লার বিভিন্ন উপজেলায় চিকিৎসক ও টেকনিশিয়ানসহ বুধবার একদিনেই নতুন করে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
করোনা শনাক্তের মধ্যে জেলার বুড়িচংয়ে একজন, তিতাসে দুজন, হোমনায় একজন, দাউদকান্দিতে তিন জন, চান্দিনায় তিন জন, বরুড়ায় একজন ও চৌদ্দগ্রামে একজন রয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, চান্দিনা উপজেলায় জননী মেডিকেল সেন্টারের চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একই উপজেলার দত্ত ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন ২১৯ জনসহ মোট ১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।