কুমিল্লা চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের নারায়ণপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মো: মুসাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ এপ্রিল) এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। জানা গেছে, মুসা গুণবতী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ১৩ বছর বয়সী মেয়েটি গুণবতী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মেয়েটি দীর্ঘদিন ধরে গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে ডাক্তার নাছিরের বাড়িতে ভাড়ায় থেকে দিনমজুরের কাজ করে।
ধর্ষক ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত এবং খারাপ প্রস্তাব দিত। গত শনিবার সন্ধ্যায় ডাক্তার নাছিরের স্ত্রী হাছিনা বেগম স্কুলছাত্রীকে কবিরাজের বাড়িতে নিবে বলে ডেকে নেয়।
পরবর্তীতে কৌশলে নারায়ণপুর গ্রামস্থ পরিত্যক্ত খাদ্য গোডাউনের পাশে নিয়ে মুসাকে মোবাইল ফোনে ডেকে লুকিয়ে থাকে। মুসা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মুসা পালিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিকটিমের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়েরের কিছুক্ষণের মধ্যেই অভিযান চালিয়ে মূল আসামি মুসাকে গ্রেফতার করা হয়েছে।