প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২০, ৯:১১ পি.এম
কুমিল্লার হোমনার জয়পুরে তরুণ কবি আহমেদ উল্লাহ’র উদ্যোগে দেড় শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ
বিশ্ব কাঁপছে নোভেল-১৯ "করোনা ভাইরাস" আতঙ্কে। নির্দিষ্ট অঞ্চল লক ডাউনের ফলে গৃহবন্দী হয়ে পড়েছে কর্মজীবি অসহায় মানুষগুলো। দিনে আনে দিনে খায় এমন মানুষগুলো অজানা এক হাতাশায় যখন সমাজের বিত্তবানদের পানে তাকিয়ে, তখন হোমনা উপজেলার জয়পুর গ্রামের "মাজহারুল ইসলাম মাস্টার ফাউন্ডেশন" এর পক্ষ থেকে দেড় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কথা সাহিত্যক ও বাংলাদেশ বেতারের গীতিকার কবি আহমেদ উল্লাহ।
কুরিয়া প্রবাসী নেয়ামত উল্লাহ ও কুয়েত প্রবাসী ব্যবসায়ী অলি আহমেদ এর অর্থায়নে ৫কেজি চাউল, ১লিটার তেল, ১কেজি মসুরের ডাল, একটি লাইফবয় সাবানসহ দেড় শতাধিক দরিদ্র কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা ক্লাব'র মার্কেটিং ম্যানেজার মোঃ আক্তার হোসেন, সাংবাদিক নাট্যকার ও অভিনেতা এমএ কাশেম ভূঁইয়া প্রমূখ।বিতরণে সহযোগিতা করেন, সমাজ সেবক সাইদুর রহমান সাইদ, সাবেক মেম্বার মোঃ আবুল হোসেন, মোঃ মহসিন বেপারী, ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আবুল কাশেম, রবিউল ইসলাম, মোঃ রিপন আহমেদ, আশিক উল্লাহ, মোঃ রবিন ভূঁইয়া, মোঃ বাদশা, মোঃ স্বপন, বোবা নাছিরসহ এলাকার যুবসমাজ।
dainikajkermeghna.com