আজ ৩০/০৫/১৯ দুপুর ১২ টায় মেঘনার ভাওরখোলা বেরি বাদ ব্রীজের উপরে সি এন জি ও হোন্ডার মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হন।
বড় কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সোনাকান্দা গ্রামের আব্দুল রহিম ও মেঘনা উপজেলার এল. জি. ই. ডি অফিসের ষ্টাফ মোর্শেদ তাদের ঠিকাদারির কাজ শেষ করে তারা দুইজন কথা
বলার সময় এমন অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি সি এন. জি তাদের মটরসাইকেল উপরে উঠিয়ে দেয়, আহত ২ জন এর মধ্যে গুরুতর আবস্থায় আছে বড়কান্দা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল রহিম।