স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনি
কুমিল্লার মেঘনা উপজেলা, চন্দনপুর ইউনিয়ন, কাচারি কান্দি গ্রামে, ডিপটি খার ছেলে, প্রবাসী ফারুক খার স্ত্রী, জেসমিন বেগম (২৭) ও দেড় বছরের মেয়ে আয়েশা আক্তার শাফির লাশ আজ দুপুর ১২:৩০ মিনিট এর সময় উদ্ধার করে মেঘনা থানা পুলিশ।
এসময় ছেলের বাবা ও তার পাড়া প্রতিবেশীর বক্তব্য অনুসারে মহিলাটি তাহার কন্যা সন্তানকে মেরে সে নিজেই আত্মহত্যা করেছে, এদিকে মেয়ের বাড়ির, মেয়ের ভাই ও আত্মীয় স্বজনের বক্তব্য হলো ওনাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে, লাশ ময়নাতদন্তের পেরন করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন নেগেটিভ কোন তথ্য আসেনি, বিস্তারিত জানা যাবে পোসমাডাম এর রিপোর্টে,।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার সার্কেল এসপি মোঃ বজলুল করিম, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, বিপ্লব, আব্দুস সালাম, সহ আরো অনেকে,,,।