কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আগানগর ইউনিয়নের মুড়া বাজাল গ্রামে গত (২৫ই জুলাই) শনিবার দুপুর ২টায় ফয়েজুল্লাহ (৪৫) পরিবারের সাথে একই এলাকার আবুল কাসেম (৫০) পরিবারের সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ ঘটে। তার আগে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিলো এমনটি অভিযোগ এলাকাবাসীর। প্রবাসী ফয়েজুল্লাহ বাড়িতে প্রবেশ করে হামলা করে আঃ কাশেম ও তার পরিবার এমনটি অভিযোগ বাদী ফয়েজুল্লাহ ও এলাকাবাসীর। আহত হয় ফয়েজুল্লাহ সহ তার পরিবারের সকলে হসপিটালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। গত ( ২৭ জুলাই) কুমিল্লা আদালতে ফয়েজুল্লাহ বাদী হয়ে মামলা করে। মামলায় আসামি করা হয় আঃ কাশেম, তাজুল ইসলাম (শাকিল), শামীম, আকলিমা আক্তার ও শাহনাজ কে। এই বিষয়ে বাদী ফয়েজুল্লাহ বলেন, দা, চুরি সঙ্গে নিয়ে এসে আমার বাড়িতে এসে আমাকে সহ আমার পরিবারে সকলের উপর আক্রমণ করে। আমাদের মেরে ফেলার পরিকল্পনা নিয়ে আসে আমার বাড়িতে। বিবাদী ছেলে তাজুল ইসলাম শাকিল বলেন, ফয়েজুল্লাহ বাড়ির সামনে দিয়ে আমার পরিবার আশা- যাওয়ার সময় তারা বিভিন্ন সময় মন্দ কথা বলে, সে সুত্র ধরে ঝগড়া ও মারপিট হয়।