কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁকে চাপা দিয়ে মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান ওই চালক। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুয়াগাজী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারীর নাম মো. মোস্তফা (৫০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নিজের অটোরিকশাটি স্থানীয় একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হচ্ছিলেন মোস্তফা। এ সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। পরে যানটি রেখে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সূত্র: প্রথম আলো