কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুণবতী রেলওয়ে স্টেশনের আউটারে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।