প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৯:৩২ এ.এম
কুমিল্লায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু
কুমিল্লায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু
কুমিল্লার লাকসামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মা নুর জাহান বেগমের (৯০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় লাকসাম উপজেলার উত্তর এলাইস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারসাম্যহীন আসাদুজ্জামান বাহারকে (৫০) আটক করে স্থানীয় ব্যক্তিরা পুলিশে দিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুজ্জামান বাহার দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আজ শুক্রবার বিকেলে মা নুরজাহান বেগম ঘরে বসেছিলেন। ছেলে আসাদুজ্জামান হঠাৎ উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে দা নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বাহারকে আটক করে পুলিশকে খবর দেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ছেলে আসাদুজ্জামান বাহারকে আটক করা হয়েছে। তাঁর মা নুরজাহান বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
dainikajkermeghna.com