শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগে নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় উপজেলা ছাত্রলীগ নেতা মো: মোবারক হোসেন রানা, কবির হোসেন রাসেল ও পাপ্পু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, সহ-প্রচার সম্পাদক বাবু নকুল ভৌমিক, ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দন, যুবলীগ নেতা মোঃ শাহ আলম, বোরহান মিয়া, রামদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: বাবু ভূইয়া, ছাত্রলীগ নেতা তানজিন মিয়া, আল আমিন, রমজান মিয়া, আমিনুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়ন থেকে আগত নেতা কর্মিরা।
এ সময় রামদী ইউপি চেয়ারম্যান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানকে উদ্দেশ্য করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসুরী ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব মোঃ মুছা মিয়া সাহেবের সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান সাহেবর সুপরামর্শে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করার জন্য।
এ সময় কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে উদ্দেশ্য করে বলেন, কুলিয়ারচর উপজেলার এমনও ইউনিয়ন আছে যেখানে ১০ থেকে ১৫ বছর যাবৎ কোন কমিটি নেই । তাই কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের আহ্বাবায়ক কমিটির মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মাধ্যমে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান ও ভৈরব - কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করার জন্য।
এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন সাহেবের অনুমতিক্রমে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান সাহেবের নির্দেশে কুলিয়ারচর এসে একটি আহ্ববায়ক কমিটি গঠন করে দেওয়ার আশ্বাস দেন।