দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার জামাতা রাজেশ শিকদার।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়েছিলো দেশের কিংবদন্তি এই সংগীতশিল্পীকে। কিন্তু সুস্থ হয়ে আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার।সূত্রে চ্যানেল আই