গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩২) নামে এক আসামি পালিয়ে গেছে। বকুল হোসেনকে মাদক মামলায় এক মাস আগে কারাগারে আনা হয়।
শুক্রবার (২৪ মে) বিকেলে আসামি বকুল হোসেন পালিয়ে যায় বলে কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছেন।
বকুল হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তবে তার গ্রাম ও বাবার নাম পাওয়া যায়নি।
এ বিষয়ে জেল সুপার মাহাবুবুল আলম মুঠোফোনে বলেন, প্রায় এক মাস আগে গোবিন্দগঞ্জের একটি মাদক মামলায় বকুল হোসেনকে জেলা কারাগারে পাঠায় পুলিশ। প্রতিদিনের মতো বিকেলে আসামিদের হিসাব করা হয়। সব আসামিরা থাকলেও বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে বকুল কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।সূত্র:ব্রেকিংনিউজ