ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কাতারে চারটি বি-ফিফটিটু বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শক্তি হিসেবে বেশ কয়েকটি বি-ফিফটিটু বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান; ট্রাম্প প্রশাসনের এমন অভিযোগের দুই দিন পর মধ্যপ্রাচ্যে রণতরী ও বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। অবশ্য যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান। রণতরীসহ যুক্তরাষ্ট্রের এই বোমারু বিমানের মোতায়েনকে পুরানো খবর বলে উড়িয়ে দিয়েছে দেশটি।
এটাকে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ভয় পাইয়ে দেয়ার কৌশল হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। গেল বছর ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পর থেকেই দেশ দু'টির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অর্থনৈতিকভাবে দুর্বল করতে ইরানের তেল বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সূত্রে: সময় টিভি