প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২০, ১২:৩৯ এ.এম
কাচিয়ার দালাল বাজারে চলছে জমজমাট ইয়াবা ব্যবসা।

সম্প্রতিক সময়ে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর স্থানীয় দালাল বাজারে ব্যাপক হারে বেড়েছে মাদকের ব্যবসা।অনেকই ইয়াবাসহ পুলিশ এর হাতে আটক হওয়ার পর, জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ফিরছে পুরানো ইয়াবা ব্যবসায়ী।
কাচিয়ার দালাল বাজারের নাম গোপনে বলেন, ইয়াবা ব্যবসার পিছনে রয়েছে কিছু বড় ব্যক্তিবর্গদের কথা।
সাম্প্রতিক সময়ে স্থানীয় দালাল বাজারে ইয়াবা ব্যবসায়ীদের কারণে অতিষ্ঠ জনজীবন। এই ইয়াবার মরণ ফাঁদে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। এই ইয়াবা ব্যবসায়ীরা দিনের বেলা অনেকেই লোক দেখানো মুদি,চা র দোকানদার এবং কেউ কেউ ডাব /নারিকেল এর ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এবং এদের ইয়াবা ব্যবসার প্রধান স্পট হচ্ছে দালাল বাজার মন্দির এর পিছনে এবং দালাল বাজার থেকে চর পাংখি, এবং দালাল বাজার থেকে ফকিরহাট রোডে এরা ইয়াবার চালান করে থাকে। এলাকায় বেড়েছে চুরির মতো ঘটনাও। এলাকাবাসী দ্রুত পুলিশের হস্তক্ষেপ কামনা করে এবং এদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
dainikajkermeghna.com