৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সবধরণের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ফেরি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকায় ঘাটের টার্মিনালে শতাধিক ছোট-বড় পরিবহন আটকা পড়ে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১টার দিকে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কিছুটা কমে গেলে বুধবার সকাল ৯টার দিকে নৌযান চলাচল ফের শুরু হয়।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী জানান, কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সকাল ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে কিছুটা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। এ সময় মাঝপদ্মায় নোঙর করে রাখা ফেরিগুলো নিজ গন্তব্যে পৌঁছায়।
তবে দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের টার্মিনালে শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। সেগুলো পারাপারের চেষ্টা চলছে বলে জানান ওই ঘাট কর্মকর্তা।