কলকাতার পর্যটক মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু নতুন একটি ছবি নির্মাণ করছেন। সেই ছবির নাম ‘ডিকশনারি’। ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গেল ৭ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়ে আজ (১৬ মার্চ) ঢাকায় ফিরছেন এই অভিনেতা।
দেশের বাইরেও মোশাররফ করিম তুমুল জনপ্রিয় সে কথা বেশ পুরনো। বিশেষ করে পশ্চিমবঙ্গে তার অনেক ভক্ত রয়েছে। ইউটিউবে তার নাটকের মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। পাশাপাশি টিকটকেও পশ্চিমবঙ্গের অনেকেই মোশাররফ করিমের সংলাপ ব্যবহার করেন।
এবার ওপার বাংলার বিশাল ফ্যানবেজ এই অভিনেতাকে ভালোবাসেন তাদের প্রিয় তারকা হিসেবে। তার প্রমাণ পাওয়া গেল মোশাররফ করিমের এই কলকাতা সফরে।
১০ দিনের সফরের ২ দিনে কলকাতার প্রায় ৩০ জন ভক্তের সঙ্গে দেখা করেছেন এই অভিনেতা। এছাড়া শুটিং ইউনিটের পাশজুড়ে মোশাররফ করিমকে দেখতে সবসময় দেখা গেছে বিশাল ভিড়। কলকাতা থেকে এই তথ্য নিশ্চিত করেছেন কলকাতা রেলওয়েতে কর্মরত মোশাররফ করিমের ভক্ত সয়ন দত্ত।
তিনি বলেন, ‘আমাদের এখানেও মোশাররফ দাদা তুমুল জনপ্রিয়। এখানে ফেসবুকেও দাদার ফ্যানক্লাব আছে। উনি এখানে শুটিং করছেন শুনেই অনেকে ছুটে এসেছিলেন এক পলক দেখা করতে। কিন্তু শুটিং ব্যস্ততায় সবাই দেখা করতে পারেননি। কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ খাবার নিয়ে। তবে মোশাররফ দাদা চমৎকার মানুষ। সুযোগ করে অনেকের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তার ব্যবহারে নিজেকে তিনি আরও জনপ্রিয় করে গেলেন।’
সয়ন আরও বলেন, ‘২ দিনে প্রায় ৩০ জন দেখা করাতে পেরেছি উনার সঙ্গে। এখানে দাদার এমন অনেক ভক্ত আছে যারা শুধু দাদার সঙ্গে দেখা করতে ঢাকাও চলে গিয়েছে। এবার আমরা যে কয়জন দেখা করছি তারা সবাই দাদার জন্য উপহার নিয়ে গিয়েছি। অনেক সুন্দর সময় কাটিয়েছে। বলতে পারেন আমাদের মধ্যে যেন পূজার আনন্দ বিরাজ করেছিলো।’
এদিকে ৫০ বছর বয়সী গৃহিনী মহুয়া শাহ মল্লিকও বাংলাদেশের মোশাররফ করিমের ভক্ত। তবে এবার প্রস্তুতি নিয়েও দেখা করতে পারেননি প্রিয় অভিনেতার সঙ্গে। মহুয়া শাহ মল্লিক বলেন, ‘আমি বাংলাদেশের নাটক অনেক পছন্দ করি। তবে সবচেয়ে ভালো লাগে মোশাররফ করিমকে। মন খারাপ হলে বা একটু অবসর পেলেই পরিবার নিয়ে বসে যাই তার নাটক দেখতে।’
এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয় অভিনেতার সঙ্গে ছবি প্রকাশ করে উচ্ছ্বাস করতে দেখা গেছে কলকাতার ভক্তদের।
এদিকে কলকাতায় মোশাররফ করিমের ফ্যান ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ‘ডিকশনারি’ সিনেমাটি মুক্তির সময় যেন কলকাতায় আসেন মোশাররফ করিম। তাকে নিয়েই সিনেমা হলে ঘুরে ঘুরে এই সিমেমা উপভোগ করতে চান তারা।’
এদিকে শুটিং শেষ করে আজ ঢাকায় ফিরবেন মোশাররফ করিম। এরপর ব্যস্ত হয়ে পড়বেন ঈদের নাটকের শুটিংয়ে। ভক্তদের এমন উচ্ছ্বাস ও ভালোবাসায় মোশাররফ করিম কলকাতা থেকে জানিয়েছেন, ‘আমি কলকাতা আসলেই তারা ছুটে আসেন। এবার অনেকেই উপহার নিয়ে এসেছেন, আমাকে জড়ায় ধরে কান্না করে ফেলেছেন। নিজ দেশের বাইরের মানুষের এমন ভালোবাসায় আমি মুগ্ধ। এটা দারুণ একটা তৃপ্তি। অনেকের সঙ্গে দেখা হয়নি। আশা করছি তাদেরকে দেখবো কোনো একদিন।’
প্রসঙ্গত, ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার এক ঝাঁক তারকা। সেই তালিকায় আছে আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান।