চট্টগ্রাম হাটহাজারীতে কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ আলম এর ব্যাক্তিগত পক্ষ থেকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি আলু খাদ্য সামগ্রী ৩ এপ্রিল ২০২০ শুক্রবার সকালে, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ আলম বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ব্যাক্তিগত পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত রাজীব শর্মা, ওসি অপারেশন তৌহিদুল করিম।